লা লিগায় নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চমকপ্রদ এক পরাজয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে যোগ করা সময়ের নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভ্যালেন্সিয়া।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল। ১০ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা, কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। এরপরই ম্যাচের ১৫তম মিনিটে মুক্তার ডিয়াখাবিরের গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া।
প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। নিজের করা ভুল শোধ করতে সফল হন ভিনিসিয়ুস, গোল করে ম্যাচে সমতা ফেরান। কিন্তু ম্যাচের নির্ধারিত সময় যখন প্রায় শেষ, তখনই ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে হুগো দুরোর গোলে রিয়াল শিবিরে শোকের ছায়া নামিয়ে দেন ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড।
এই হারে ৩০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়ালো ৬৩-তে। অন্যদিকে, ২৩ ম্যাচ খেলে বার্সেলোনার সংগ্রহ ৬৬ পয়েন্ট, যেখানে তাদের হাতে রয়েছে আরও একটি ম্যাচ।
একটি মন্তব্য পোস্ট করুন