ব্রেকিং নিউজ

ভুয়া ডিজিএফআই পরিচয়ে অপ'হরণ, রিফাতকে উদ্ধার করলো যৌথবাহিনী



ব্রাহ্মণবাড়িয়া, ৯ এপ্রিল — ডিজিএফআই হেডকোয়ার্টারের ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয়ে সৌদি প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে একদল দুষ্কৃতকারী। তবে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অপহৃত যুবককে উদ্ধার এবং অপহরণকারী দলের ৯ সদস্যকে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামে। অপহৃত রিফাত মালুম মিয়ার ছেলে, যিনি একজন সৌদি প্রবাসী পরিবারের সদস্য। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে ৮ থেকে ১০ জনের একটি দল রিফাতকে অপহরণ করে।

সূত্র জানায়, অপহরণকারীরা নিজেদের ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে আসে। তাদের আগমনের আগেই নবীনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও, ভুয়া পরিচয়ে আইডি কার্ড দেখিয়ে পুলিশকে বিভ্রান্ত করে অপহরণকারীরা। পুলিশ তখন তাদের সত্যিকারের গোয়েন্দা কর্মকর্তা মনে করে সরে যায়।

তবে এরপরই রিফাতের পরিবারের কাছে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি জানাজানি হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরু হয় অনুসন্ধান ও অভিযান।

পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন থেকে রিফাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। প্রায় একই সময়ে অপহরণকারী দলের প্রধানসহ ৯ জনকে আটক করা হয়।

ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভুয়া পরিচয়ে অপরাধ সংগঠনের বিষয়টি নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুতর হুঁশিয়ারি।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language