রংপুর, ৯ এপ্রিল: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় চার আসামিকে আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তাদের উপস্থিত করা হয়।
হাজির হওয়া আসামিরা হলেন—সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ।
গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে একটি তদন্তের ভিত্তিতে আদালত চারজনকে দায়ী করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।
একটি মন্তব্য পোস্ট করুন