রংপুর, ২০ এপ্রিল:
আলু ও পেঁয়াজ কমিশন গঠন, কৃষি প্রণোদনা সহজীকরণসহ ১০ দফা দাবিতে বগুড়া থেকে পঞ্চগড়গামী সাত দিনের লংমার্চ কর্মসূচি চালিয়ে যাচ্ছে কৃষক ঐক্য পরিষদ। রোববার দুপুরে লংমার্চটি রংপুরে পৌঁছালে নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কৃষক নেতারা জানান, ১৭ এপ্রিল বগুড়া থেকে শুরু হওয়া এ লংমার্চ পঞ্চগড়ে শেষ হবে ২৩ এপ্রিল। পথে লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও হয়ে বিভিন্ন জেলা-উপজেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথসভা ও মানববন্ধন চলবে।
১০ দফা দাবির মধ্যে রয়েছে—
১. আলু ও পেঁয়াজ কমিশন গঠন
২. উপজেলা ভিত্তিক কাঁচামাল সংরক্ষণাগার ও রপ্তানি কেন্দ্র স্থাপন
৩. ঢাকাসহ সারাদেশে কৃষকের বাজার প্রতিষ্ঠা
৪. কৃষি প্রণোদনা ও ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা
৫. সিন্ডিকেটমুক্ত ন্যায্যমূল্য নিশ্চিতকরণ
৬. চাঁদাবাজি ও টোল নির্মূল করে কৃষিপণ্যে রেলবগি বরাদ্দ
৭. খাস জমি বরাদ্দ ও কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু
৮. সরকারিভাবে কৃষি বিমা বাস্তবায়ন ও আর্থিক সহায়তা প্রদান
৯. হাসপাতাল ও ক্লিনিকে কৃষকদের জন্য ৫০% ছাড়ে চিকিৎসাসেবা
১০. জাতীয় সংসদ ও জেলা পর্যায়ে কৃষক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি এবং কৃষি প্রযুক্তির আধুনিকায়ন
সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুজ্জামান তালুকদার। বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, মহাসচিব সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা।
নেতারা বলেন, "এ দাবি শুধু কৃষকের নয়, পুরো জাতির সঙ্গে সম্পর্কিত। সরকার যদি অবিলম্বে পদক্ষেপ না নেয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে।"
একটি মন্তব্য পোস্ট করুন