চট্টগ্রাম, ১৮ এপ্রিল: চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকার হিজরা খালে পড়ে ৬ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিখোঁজ শিশুটির নাম সেহরিস। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ সদস্যের ডুবুরি দল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবকরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শিশুটির মা ও দাদী একটি রিকশাযোগে যাওয়ার সময় রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত রিকশাচালককে উদ্ধার করলেও, শিশুটির মা ও দাদী কিছুটা ভেসে গিয়ে খালের নিচে একটি ব্রিজের পাইপের সঙ্গে আটকে পড়েন। পরে ব্রিজের উপরের স্ল্যাব খুলে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং রাত থেকেই উদ্ধার তৎপরতা শুরু করে। তবে শিশুটির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন, “খবর পেয়েই দ্রুত চলে এসেছি। সেবক দল উদ্ধার কাজে অংশ নিচ্ছে। তবে খালের ময়লার স্তূপ উদ্ধার তৎপরতাকে জটিল করে তুলছে। সেসব সরিয়ে ফেলা হচ্ছে।”
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, “শিশুটিকে উদ্ধারে আমাদের ডুবুরি দল নিরলসভাবে কাজ করছে। যতক্ষণ না শিশুটিকে উদ্ধার করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, এলাকাটির খালগুলো অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও দুঃখ প্রকাশ দেখা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন