ব্রেকিং নিউজ

সব জাতির অংশগ্রহণে বাংলা নববর্ষ উদযাপন হবে: মোস্তফা সরয়ার ফারুকী



ঢাকা, ৯ এপ্রিল — বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন এবার হবে সকল জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে, এমনটাই জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলা নববর্ষ ও পাহাড়-সমতলের জাতিগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন, “সকল জাতির উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই আমরা। বাংলা নববর্ষ বাঙালির পাশাপাশি পাহাড়ি ও সমতলের ২৭টি জাতিগোষ্ঠীকে নিয়েই উদযাপিত হবে, তারা যার যার ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক উপাদান নিয়ে অংশ নেবে।”

তিনি জানান, এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকবে একটি বিশেষ বার্তা। ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়ে ব্যান্ড সংগঠন বামবার (BAMBA) ব্যান্ড শিল্পীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেবেন।

উপদেষ্টা বলেন, “আগে মঙ্গল শোভাযাত্রা দেখে মনে হতো যেন পুলিশ-র‍্যাবের মিছিল। এবার তেমন দৃশ্য থাকবে না। শোভাযাত্রা হবে উৎসবমুখর, প্রাণবন্ত।” তিনি আরও জানান, ইসলামী দলগুলোর পক্ষ থেকেও কোনো আপত্তি নেই।

চৈত্র সংক্রান্তিকে ঘিরে দেশের ১২টি জেলায় অনুষ্ঠিত হবে সাধুসঙ্গ, এবং বরাবরের মতো রমনার বটমূলে ছায়ানট আয়োজন করবে বর্ষবরণ অনুষ্ঠান।

সব মিলিয়ে, এবারের নববর্ষকে সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টা ফারুকী।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language