ভাইরাল ‘চাকার বিছানা’ নিষিদ্ধ করল মুর্শিদাবাদ পুলিশ, নির্মাতার দাবি—স্বপ্নপূরণের চেষ্টা ছিলো মাত্র

 



কলকাতা, ৯ এপ্রিল: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের বাসিন্দা নবাব শেখের তৈরি ব্যতিক্রমধর্মী ‘চাকার বিছানা’ নিষিদ্ধ করেছে পুলিশ। নিরাপত্তাজনিত উদ্বেগ এবং মোটর ভেহিকলস আইনের লঙ্ঘনের অভিযোগে স্থানীয় ডোমকল থানা কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়। চলন্ত এই বিছানা সাম্প্রতিক ঈদ উৎসবে রাস্তায় দেখা যাওয়ার পর ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্বপ্ন থেকে বাস্তবতায়

নবাব শেখ জানান, একটি স্বপ্ন থেকেই এই ব্যতিক্রমধর্মী যানটির জন্ম। তিনি চেয়েছিলেন নিজের বানানো বিছানায় বসেই চায়ের দোকানে চা খেতে যেতে। সেই লক্ষ্যেই দেড় বছরের শ্রম ও ২ লাখ ১৫ হাজার টাকার বিনিয়োগে তৈরি করেন এই বিছানা-গাড়ি।

বিছানাটিতে রয়েছে:

  • ৮০০ সিসি ইঞ্জিন

  • মারুতি ওমনি গাড়ির চেসিস

  • স্টিয়ারিং ও তেলের ট্যাংক

  • স্থানীয় কারখানা থেকে সংগৃহীত কাঠামো

স্থানীয় কাঠমিস্ত্রি ও মেকানিকদের সহায়তায় নবাব শেখ তার স্বপ্নকে রূপ দেন বাস্তবে।

পুলিশের অবস্থান

তবে ভাইরাল হওয়ার পরই নজরে আসে প্রশাসনের। মুর্শিদাবাদ ডোমকল থানার পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের যান তৈরি ও চালানো মোটর ভেহিকলস অ্যাক্টের পরিপন্থী, এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাই যানটি রাস্তায় চালানো এখন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

আক্ষেপ নবাব শেখের

নবাব শেখ এ ঘটনায় কিছুটা হতাশ। তিনি বলেন, “আমি তো শুধু একটা স্বপ্ন বাস্তব করেছিলাম। কারও ক্ষতি করিনি। এটা তো কারো থেকে চুরি বা ছিনতাই করা কিছু নয়—এটা শুধু একটা স্বপ্ন থেকে জন্ম নেওয়া মজার বিষয়।”

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language