ব্রেকিং নিউজ

পাবনার আদালতে পুলিশ সদস্যকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী আটক



পাবনা, ১৫ এপ্রিল:

পাবনা জেলা ও দায়রা জজ আদালতের ভেতরে শুনানিকালীন ভিডিও ধারণ করতে বাধা দেওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওয়াল কবির, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম খান, ঈশ্বরদী পৌর ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, সবুজ হোসেন, জহুরুল ইসলাম ও সরোয়ার জাহান শিশির।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর ঈশ্বরদীতে সংঘটিত একটি নাশকতা মামলার শুনানিতে হাজিরা দিতে আসেন অভিযুক্তরা। শুনানির সময় তারা আদালতের এজলাসে দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে দায়িত্বরত পুলিশ সদস্য শাহ আলম তা নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে আদালতের মধ্যেই মারধর করেন অভিযুক্তরা।

পরবর্তীতে আইনজীবী ও উপস্থিত লোকজনের সহায়তায় আহত পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। শুনানি শেষে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) রাশেদুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language