ঢাকা, ১৬ এপ্রিল:
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আসন্ন বৈঠককে ঘিরে প্রস্তুতি নিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক নির্ধারিত রয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নানা কৌশল ও আলোচ্যসূচি ঠিক করতে বৈঠকে বসে।
সভায় নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিষয়ে বিএনপির করণীয় নির্ধারণ করা হয়। পাশাপাশি, ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিষয়টিও গুরুত্ব সহকারে আলোচনা হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান সরাসরি উপস্থিত ছিলেন।
এছাড়া, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও ডা. এজেডএম জাহিদ হোসেন ভার্চুয়ালি অংশ নেন।
বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন সরকার, গণসংলাপ এবং জাতীয় ঐক্য গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন