নৈতিক মূল্যবোধ গঠনে স্কুল কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান ডা. বিধান রঞ্জনের



ঢাকা, ৯ এপ্রিল — প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, স্কুলের সকল কার্যক্রম এমনভাবে সাজাতে হবে যাতে শিশুদের মধ্যে স্বাভাবিকভাবে নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘মোরাল এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. বিধান রঞ্জন বলেন, “শিশুদের মানসিক বিকাশের জন্য কল্পনাশক্তির বিকাশ অপরিহার্য। তাদের মধ্যে নৈতিকতা গড়ে তুলতে গল্পই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম।” তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য, এবং এই দুইয়ের সমন্বয়ের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষাদানের স্থান নয়, এটি নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্রও। তাই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মৌলিক পার্থক্য আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাবিদ, ট্রাস্টের কর্মকর্তাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা শিক্ষার প্রতিটি স্তরে নৈতিকতার চর্চা এবং সমাজ সচেতন নাগরিক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language