সিদ্ধেশ্বরীতে নারীকে গাড়ি দিয়ে টেনে নেওয়ার ঘটনায় আদালতের স্বতঃপ্রণোদিত মামলা, তদন্তে পিবিআই



ঢাকা, ২৯ এপ্রিল — রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় এক নারীকে গাড়ির সঙ্গে টেনে নেওয়া ও তার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হৃদয়বিদারক প্রতিবেদনকে আমলে নিয়ে আদালত ফৌজদারি কার্যবিধির আওতায় মামলাটি গ্রহণ করেন। একইসঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন তিনি। আগামী ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ঘটনাটি ঘটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে। গ্রীনল্যান্ড টাওয়ারের সামনে যানবাহনের জন্য অপেক্ষমাণ এক নারীর হাতে থাকা ব্যাগ একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তিনি ব্যাগ ছাড়তে না চাইলে দুর্বৃত্তরা তাকে গাড়ির সঙ্গে প্রায় ৫০ ফুট টেনে নিয়ে যায়। আশপাশে থাকা কয়েকজন দ্রুত এগিয়ে এসে তাকে সহায়তা করেন।

চাঞ্চল্যকর এই ঘটনাটি জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদনে দেখা যায়, ভুক্তভোগী নারী তার হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছেন এবং আশপাশের লোকদের সঙ্গে ঘটনার বর্ণনা দিচ্ছেন।

এদিকে ঘটনার পর থানায় কোনো মামলা না হওয়ায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও সমালোচনা শুরু হয়। আদালতের আদেশে উল্লেখ করা হয়, এমন গুরুতর ও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশকে তাৎক্ষণিক মামলা গ্রহণ করতে বাধ্য, যা ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা এবং পুলিশ রেগুলেশন বুক, ১৯৪৩-এর বিধি ২৪৩/২৪৪ অনুযায়ী প্রযোজ্য। কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তা আদালতকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণে বাধ্য করে।

আদালত আদেশে আরও বলেন, দণ্ডবিধির ৩৯২ (ডাকাতি), ৩৭৯ (চুরি), ৩২৫ (গুরুতর আঘাত প্রদান) ও ৩৪ (সমবেত অপরাধ) ধারায় এ ঘটনায় ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে বিষয়টির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাস্থল পরিদর্শন, ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ এবং ভিডিওসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে ১৭৩ ধারার অধীনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language