রমনা বটমূলে বো'মা হা'মলা মামলার রায় ৮ মে, হাইকোর্টের তারিখ নির্ধারণ



ঢাকা, ৩০ এপ্রিল — রমনা বটমূলে বাংলা নববর্ষ উদযাপনের সময় সংঘটিত বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার জন্য আগামী ৮ মে তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায়ের দিন ধার্য করেন।

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি। দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়ায় থাকা এ মামলাটি নিয়ে এখন চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে দেশবাসী।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন, পরবর্তীতে আরও একজন মারা যান। ঘটনায় আহত হন বহু মানুষ। ওইদিনের ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।

এ মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন রায় ঘোষণা করেন। রায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

পরে ২০১৭ সালের ৮ জানুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। ওই বছরের ১৪ মার্চ চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হলেও মামলাটি আদালতের কার্যতালিকা থেকে বাদ পড়ে। এরপর বিষয়টি একাধিক হাইকোর্ট বেঞ্চে গিয়েও দীর্ঘদিন আটকে থাকে।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই আলোচিত মামলার রায় ঘোষণার দিন ঠিক হলো, যা ৮ মে হাইকোর্টে দেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language