ঢাকা, ২৯ এপ্রিল — লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে খালেদা জিয়ার নির্দিষ্ট ফ্লাইটের সময়সূচি এখনো জানানো হয়নি।
সূত্র জানায়, খালেদা জিয়ার দেশে ফেরার প্রক্রিয়া শুরু করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে একটি চিঠি দেন। চিঠিতে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও এখনও তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত নন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তিনি বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ওঠেন। সেখানেই এখন পর্যন্ত অবস্থান করছেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন