ঢাকা, ২৯ এপ্রিল — ছাত্র-জনতার চলমান আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীর জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেন। একই সঙ্গে মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী ৫ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দিন ধার্য করা হয়েছে।
এর আগে, গত ২২ এপ্রিল হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ ওই ৬১ জন আইনজীবীকে জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষ এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করে চেম্বার জজ আদালতে আবেদন করে।
রাষ্ট্রপক্ষের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ চেম্বার আদালত জামিন স্থগিতের আদেশ দেন, যা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন