দিনাজপুর, ১৬ এপ্রিল:
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দিনাজপুর জেলা শহরের পুলিশ লাইন সংলগ্ন ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গত মার্চ মাস থেকে শাহ সারোয়ার কবির দিনাজপুরে তার ভগ্নিপতির বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১৭ এপ্রিল) তাকে গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
শাহ সারোয়ার কবিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি গাইবান্ধা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তার এমপি পদ বাতিল হয়।

একটি মন্তব্য পোস্ট করুন