জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমিয়েছে সরকার



ঢাকা, ৩০ এপ্রিল: টানা দুই মাস অপরিবর্তিত থাকার পর জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়েছে সরকার। বুধবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নির্ধারিত দামে ডিজেল ও কেরোসিনের মূল্য ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ১২৬ টাকা থেকে ১২৫ টাকা এবং পেট্রোল ১২২ টাকা থেকে কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (১ মে) থেকে কার্যকর হবে।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসব জ্বালানি পণ্যের দাম লিটারপ্রতি এক টাকা বাড়ানো হয়েছিল। এরপর মার্চ ও এপ্রিল মাসে তেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু হয়। তখন থেকেই প্রতি মাসে তেলের নতুন দাম ঘোষণা করে আসছে সরকার।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language