ঢাকা, ৩০ এপ্রিল: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২২.০৪ বিলিয়ন ডলারে। আর মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.৪১ বিলিয়ন ডলারে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এর আগে সর্বশেষ ২০২৩ সালের আগস্টে রিজার্ভ ছিল ২৩.২৫ বিলিয়ন ডলার, যা পরের মাসে নেমে এসেছিল ২১.০৫ বিলিয়ন ডলারে। তবে সাম্প্রতিক মাসগুলোতে রেমিটেন্স ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবাহ রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
তাঁরা আরও জানান, অর্থপাচার কমে যাওয়ায় বৈধ পথে রেমিটেন্স পাঠানো বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে রিজার্ভে। পাশাপাশি, রপ্তানি খাতে সাম্প্রতিক প্রবৃদ্ধিও রিজার্ভ বাড়ানোর অন্যতম কারণ।
দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২২ সালের আগস্টে, যখন তা দাঁড়িয়েছিল ৪৮.০৬ বিলিয়ন ডলারে। তবে এরপর থেকে ধারাবাহিকভাবে কমতে থাকে রিজার্ভ। গত বছরের জুলাই মাসে সরকার পরিবর্তনের আগমুহূর্তে রিজার্ভ নেমে আসে ২০.৩৯ বিলিয়ন ডলারে।
নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর থেকে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এই পদক্ষেপের ফলে রিজার্ভে পতনের ধারা থেমে গিয়ে তা আবার ঘুরে দাঁড়াতে শুরু করে।
একটি মন্তব্য পোস্ট করুন