ঢাকা, ৩০ এপ্রিল — বিচারকাজে বাধা ও হুমকি প্রদানের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এই অভিযোগ আনেন প্রসিকিউশন পক্ষ।
শুনানিতে জানানো হয়, একটি অডিও রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “২২৬ টি মামলা হয়েছে মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি”— এমন মন্তব্যের ফরেনসিক প্রমাণ পাওয়া গেছে। প্রসিকিউশন জানায়, অডিও রেকর্ডটির সত্যতা যাচাই করে ফরেনসিক প্রতিবেদন দাখিল করা হয়েছে আদালতে।
এর আগে, অডিও রেকর্ডের বিষয়টি আদালতের নজরে আনে প্রসিকিউশন এবং আদালত তা ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে অডিওটির প্রামাণিকতা যাচাই করা হয়।
বিচারকাজে হস্তক্ষেপ ও বিচারকদের হুমকির মতো স্পর্শকাতর অভিযোগে আদালত অবমাননার এ ধরনের শুনানি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে ট্রাইব্যুনাল। শুনানি শেষে আদালত বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবে বলে জানা গেছে।
এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন