সরকারের ভুল নীতির বলি শ্রমিকরা, মিল-কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের সমালোচনায় রিজভী



ঢাকা, ২৯ এপ্রিল — সরকারের ভুল নীতির কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীর মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা এবং শ্রমিক ছাঁটাই ‘অযৌক্তিক’ ও ‘অনুচিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, "প্রয়োজনে প্রশাসক নিয়োগ করে প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা উচিত ছিল। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে যেভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হলো, তা ঠিক হয়নি। এর ফলে বিপুল সংখ্যক শ্রমিক ছাঁটাই হয়েছেন, যা মানবিক দিক থেকেও অগ্রহণযোগ্য।"

আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিএনপির শ্রমিক দল রাজধানীতে একটি শ্রমিক সমাবেশের আয়োজন করেছে। সমাবেশের প্রস্তুতি জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রিজভী আরও দাবি করেন, “জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক দলের ৭১ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এছাড়া, রিকশাশ্রমিকসহ বহু ভাসমান শ্রমজীবী প্রাণ হারিয়েছেন। অথচ এই আত্মত্যাগ অনেকে স্বীকার করতেই চান না।”

তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক সংকটে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। “নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মানুষের আয় যেভাবে কমছে, তাতে তাদের জীবন ওষ্ঠাগত,”— বলেন রিজভী।

এই বক্তব্যকে কেন্দ্র করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বিএনপি।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language