পরিবেশগত কারণে ১৭টি পাথর কোয়ারির ইজারা স্থগিতের সিদ্ধান্ত



ঢাকা, ২৭ এপ্রিল:

দেশের পরিবেশগত বিবেচনায় ৫১টি গেজেটভুক্ত পাথর কোয়ারির মধ্যে ১৭টি কোয়ারির ইজারা প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, আদালতের নিষেধাজ্ঞা ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণার কারণে এসব কোয়ারিতে ইজারা প্রদান করা যাবে না। পাশাপাশি, সিলেট জেলার ভোলাগঞ্জ, উৎমাছড়া, রতনপুর, বিছানাকান্দি ও লোভাছড়া পাথর মহালের ইজারাও নৈসর্গিক সৌন্দর্য রক্ষার স্বার্থে স্থগিত থাকবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, অন্যান্য কোয়ারিতে ইজারা প্রদানের আগে পরিবেশ অধিদফতর থেকে পরিবেশগত ছাড়পত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে উত্তোলিত পাথর বিক্রির পরিবর্তে তা কাস্টমসের মাধ্যমে সরকারের নির্মাণকাজে ব্যবহারের জন্য সরবরাহের নির্দেশনা দেয়া হয়েছে। অবৈধ উত্তোলনের ক্ষেত্রে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার নির্দেশও দেওয়া হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পাথর উত্তোলন নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপের প্রশংসা করে বলেন, একই নীতিমালা বালু উত্তোলনের ক্ষেত্রেও অনুসরণ করা যেতে পারে, যা পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় সহায়ক হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি দেশের সকল পাথর কোয়ারি থেকে উত্তোলন স্থগিত করেছিল সরকার। চলতি বছরের ১৩ জানুয়ারি সেই স্থগিতাদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়া হলে পরিবেশ মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। তারই পরিপ্রেক্ষিতে আজকের সভায় নতুন করে স্থগিতাদেশ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language