ব্রেকিং নিউজ

বিএসএফের রেখে যাওয়া ৭৮ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর

সুন্দরবনের বনে বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জন নাগরিককে থানায় হস্তান্তর করল কোস্টগার্ড

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ফেলে যাওয়া ৭৮ জন নাগরিককে উদ্ধার করে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

রোববার (১১ মে) রাত ১১টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের শ্যামনগর থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

এর আগে, গত ৮ মে রাতের আঁধারে বিএসএফ সদস্যরা ওই ৭৮ জনকে সুন্দরবনের মান্দারবাড়িয়া সীমান্ত এলাকায় রেখে যায়। এরপর তারা পায়ে হেঁটে মান্দারবাড়িয়া বন ফাঁড়িতে পৌঁছান।

পরবর্তীতে শনিবার (১০ মে) রাত ১১টার দিকে বন বিভাগের সহায়তায় তাদের মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পে স্থানান্তর করা হয়। রোববার দুপুরে তাদের উপকূলীয় এলাকায় নিয়ে আসে কোস্টগার্ড।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক, বাকিরা বাংলাদেশের নাগরিক। তাদের বেশিরভাগের বাড়ি বরিশাল, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলেন এবং জানা গেছে, তারা কেউ কেউ ভারতে গিয়ে নানা কাজে জড়িয়ে পড়েছিলেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, উদ্ধার হওয়া প্রত্যেককে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা বলেন, “উদ্ধারকৃতদের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাখা হয়েছে। তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। কেন এবং কীভাবে তারা সীমান্তে ফেলে আসা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language