টয়লেট না থাকায় ট্রেন থামিয়ে ওয়াশরুমে যাওয়া চালক তলব, রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে সমালোচনার ঝড়



ঢাকা, ২০ মে:
প্রকৃতির ডাকে সাড়া দেওয়া মানুষের একটি মৌলিক ও অনিবার্য প্রয়োজন। কিন্তু বাংলাদেশ রেলওয়ের ট্রেনচালকদের জন্য সেই প্রয়োজন মেটানো যেন এক অপরাধে পরিণত হয়েছে। লোকোমোটিভে শৌচাগার না থাকায় ট্রেন স্টেশনে থামিয়ে ওয়াশরুম ব্যবহারের ফলে এক চালককে তলব করেছে রেল কর্তৃপক্ষ—যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়।

জানা গেছে, সম্প্রতি ঢাকা-সিলেট রুটের আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ২১ মিনিট বিলম্বে গন্তব্যে পৌঁছায়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, ডিউটিরত লোকোমোটিভ মাস্টার ও সহকারী লোকোমোটিভ মাস্টার প্রকৃতির প্রয়োজনে সাময়িক বিরতি নেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তলব করেছে।

ঘটনাটি সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, যেখানে একটি দীর্ঘদূরত্বের ট্রেন চালানোর দায়িত্বে থাকা চালকদের জন্য বেসিক সুযোগ-সুবিধারই অভাব, সেখানে সামান্য বিলম্বের দায়ে তাদের তলব করা অনৈতিক এবং অমানবিক।

বিশেষজ্ঞরা বলছেন, লোকোমোটিভে টয়লেট না থাকা এক গভীর অব্যবস্থাপনার প্রতিফলন। ট্রেনচালকরা ঘণ্টার পর ঘণ্টা ট্রেনে ডিউটি করেন, কিন্তু তাদের জন্য নেই কোনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা বা ব্যক্তিগত প্রয়োজন মেটানোর ব্যবস্থা।

রেল ব্যবস্থাপনায় এমন পরিস্থিতি মানবাধিকার এবং কর্মপরিবেশ—উভয় দিক থেকেই প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জনসচেতনতা ও গণমাধ্যমে বিষয়টি আলোচিত হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর ওপর চাপ বাড়ছে, যাতে চালকদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক এবং মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language