শাহরুখ খানের ‘কিং’ ছবির শুটিং শুরু, থাকছেন দীপিকা, সুহানা ও রানি!
চলতি মাস থেকেই শুরু হচ্ছে বলিউড কিং শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত নতুন ছবি ‘কিং’-এর শুটিং। ছবিতে থাকছে একাধিক চমক। শুরু থেকেই শোনা যাচ্ছিল, এতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, আর শাহরুখ কন্যা সুহানা খান থাকবেন দীপিকার মেয়ের চরিত্রে।
তবে সম্প্রতি জানা গেছে ভিন্ন এক তথ্য। নতুন সূত্র বলছে, দীপিকার পাশাপাশি ছবিতে যুক্ত হয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রানি মুখার্জি। এমনকি, পূর্বে ধারণা করা হলেও, দীপিকা নন—সুহানার মায়ের চরিত্রে দেখা যেতে পারে রানিকে।
এই খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। তবে ছবির প্রযোজনা সংস্থা কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
চমক দিতে বরাবরই পছন্দ করেন শাহরুখ খান। ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’-র মতো ব্লকবাস্টারের পর এবার 'কিং'-এও তিনি হাজির হচ্ছেন এক ভিন্ন অবতারে—লম্বা চুল, গাঢ় দাড়ি আর লড়াকু চেহারা নিয়ে একদম বাদশাহী ঢঙে।
ছবিটির পরিচালক হিসেবেও রয়েছে পরিবর্তন। প্রথমে থাকলেও, শেষ পর্যন্ত সুজয় ঘোষ-এর পরিবর্তে পরিচালনার দায়িত্ব পেয়েছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ এবার নিজের মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে বড়পর্দায় আসছেন বলেও জোর গুঞ্জন চলছে।
শোনা যাচ্ছে, শাহরুখ ‘কিং’ ছবির জন্য রেখেছেন রেকর্ড পরিমাণ বাজেট। ফলে চমকের দিক দিয়ে কোনো কিছুরই ঘাটতি রাখতে চাইছেন না বলিউডের এই ‘বাদশা’।

একটি মন্তব্য পোস্ট করুন