ঢাকা, ১৪ এপ্রিল – বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে রাজধানীর প্রাণকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সোমবার সকাল ৯টায় চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র ও দোয়েল চত্বর ঘুরে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবার চারুকলায় ফিরে সকাল সাড়ে ১০টার দিকে শেষ হয়।
"নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান" প্রতিপাদ্যে আয়োজিত এ শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
শোভাযাত্রায় অংশ নেন ২৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা, বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন দেশের অতিথিরা।
এ বছরের শোভাযাত্রায় মূল মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। আগুনে পুড়িয়ে দেওয়া হয় একটি প্রতীকী মুখাবয়ব, যার মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী বার্তা দেওয়া হয়। এরপর নতুন করে আরেকটি মুখ তৈরি করা হয় ককশিট দিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নিহত ছাত্রনেতা মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে তৈরি ‘পানি লাগবে পানি’ শিরোনামে বিশেষ মোটিফ।
এছাড়াও শোভাযাত্রায় দেখা যায় পায়রা, মাছ, বাঘ, তরমুজসহ নানা রঙ-বেরঙের ও আকর্ষণীয় প্রতিকৃতি, যা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাণবন্ততা তুলে ধরে।
দেশি-বিদেশি হাজারো মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করেন সব শ্রেণি-পেশার মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন