সদরঘাটে ব্যবসায়ী কামরুল হ'ত্যা: সোহেল ও তার স্ত্রী রুমার যাবজ্জীবন কা'রাদণ্ড

 


ঢাকা, ১০ এপ্রিল:

প্রায় এক দশক আগে রাজধানীর সদরঘাটে কাপড় ব্যবসায়ী কামরুল হাসান হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী রুমা আক্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, হত্যার পর মরদেহ গুম করার অপরাধে দণ্ডিত দুজনকেই আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৫ সালে কাপড় ব্যবসায়ী কামরুল হাসানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নিহত কামরুল আসামি সোহেল ও তার স্ত্রীর কাছে প্রায় আড়াই লাখ টাকা পেতেন। সেই পাওনা টাকা পরিশোধ না করতেই কামরুলকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে দম্পতি। হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করা হয়।

ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ আদালত এ রায় ঘোষণা করলেন।

রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language