ভাঙচুর ও অ'গ্নিসংযোগ মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রদল নেতা সজল তালুকদার গ্রেফতার



ফরিদপুর, ৩০ এপ্রিল: ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে ভাঙ্গার কোটপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, “ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় সজল তালুকদার ২ নম্বর আসামি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুখুরিয়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ ও মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের মধ্যে কয়েকদিন আগে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও সংঘর্ষ আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই শুরু হয়, তবে অভিযোগ রয়েছে ছাত্রদল নেতা সজল কাজী জাফর উল্লাহর পক্ষাবলম্বন করেন এবং সংঘর্ষে সক্রিয়ভাবে অংশ নেন।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, নিক্সন চৌধুরীর পক্ষের সমর্থকদের অন্তত ১০টি বাড়ি ও দোকান ভাঙচুর, লুটপাট এবং বসতঘরে অগ্নিসংযোগ করেন তারা। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে হারুন মোল্লা বাদী হয়ে ৯০ জনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা করেন। এদের মধ্যে ছাত্রদল নেতা সজল তালুকদার ছাড়াও সুলতান মাতুব্বর, মজিবর তালুকদার, আলহাজ্ব তালুকদার, আক্কাস মাতুব্বর, হেমায়েত তালুকদার, মুক্তার তালুকদারসহ অনেকে রয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, “আমি গতকাল থেকে চরভদ্রাসন উপজেলায় সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলাম। সজলের গ্রেফতার সম্পর্কে শুনেছি, বিস্তারিত জেনে দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া হবে।”

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language