গাইবান্ধা প্রতিনিধি | ২৯ এপ্রিল ২০২৫
গাইবান্ধার সদর উপজেলার গড়দিঘী এলাকায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের একদিন পর চালক ইসমাইল হোসেনের বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৬টার দিকে এ হামলায় ইসমাইলের বৃদ্ধ বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, এইচএসসি পাশ করা ইসমাইল হোসেন ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিছুদিন আগে রাতে গড়দিঘী বাজার সড়ক থেকে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে একই এলাকার মশিউর রহমান ও তার ভাই মেহেদি বাবু অটোরিকশা ফিরিয়ে দেওয়ার নামে ৩৫ হাজার টাকা দাবি করে। টাকা পরিশোধের পর ইসমাইল তার গাড়ি ফেরত পান।
কিন্তু এ ঘটনার পরদিন, সোমবার সন্ধ্যায় মশিউর ও মেহেদি বাবু তাদের পরিবারের কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইসমাইলের বাড়িতে হামলা চালায়। ঘরের দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি স্টিলের আলমিরা ভেঙে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ এবং প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।
হামলার সময় বাধা দিলে ইসমাইলের বৃদ্ধ বাবা ও মাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে এখনও থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন