বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু, পেল ব্যবসার লাইসেন্স



ঢাকা, ২৮ এপ্রিল:

বাংলাদেশে ব্যবসা পরিচালনার অনুমোদন পেল ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। সোমবার (২৮ এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ লাইসেন্স অনুমোদন দেন।

শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে বৈশ্বিক এই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান। এর ফলে দেশের দূরবর্তী ও অনুন্নত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছানোর সম্ভাবনা উজ্জ্বল হলো।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারের ইন্টারনেট বন্ধের ঘটনাকে ঘিরে স্টারলিংককে দেশে আনার দাবি প্রবল হয়ে ওঠে। সেই দাবির প্রতিক্রিয়াতেই স্টারলিংকের প্রবেশাধিকার নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এটি বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে আন্তর্জাতিক মহলে তুলে ধরার একটি পদক্ষেপ বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) 'নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর ইন বাংলাদেশ' শীর্ষক লাইসেন্সিং নির্দেশিকা প্রকাশ করে। এর আওতায় স্টারলিংক এনজিএসও স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর লাইসেন্সের জন্য আবেদন করে। এরপর ২১ এপ্রিল অনুষ্ঠিত বিটিআরসির কমিশন সভায় প্রতিষ্ঠানটিকে লাইসেন্স প্রদানের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, স্টারলিংকের আগমন দেশের তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণে নতুন মাত্রা যোগ করবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language