ব্রেকিং নিউজ

মুন্সিগঞ্জে চৈত্র সংক্রান্তিতে নাচ ও পূজার উৎসব



মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল — চৈত্র সংক্রান্তি উপলক্ষে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী লালকাছ ও নীলকাছ উৎসব। রোববার সকালে জেলার বিভিন্ন গ্রামে নীলকাছ এবং বিকেলে লালকাছের নাচ-গানের মহড়ার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা পালিত হয়। ঢাকঢোলের তালে তালে নাচ করে অংশগ্রহণকারীরা পূজার আবহ তৈরি করেন।

এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো শিব ও পার্বতীর লীলা অবলম্বনে পরিবেশিত নৃত্য। নীলকাছ বা ‘শিববড়ি’তে একজন সেজে নেন মহাদেবের রূপ, সঙ্গে থাকেন পার্বতী রূপে আরেকজন। লালকাছে অংশগ্রহণকারী মহাদেব সেজে ত্রিশূল ও তলোয়ার হাতে নিয়ে দলসহ নাচে অংশ নেন। তারা লাল ও কমলা রঙে শরীর রাঙিয়ে একাধিক গ্রামে গিয়ে পালাক্রমে এই নাচ পরিবেশন করেন।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, শিব ও পার্বতীর লীলার স্মরণে ও তাঁদের কাহিনি প্রচারে এই উৎসবের আয়োজন করা হয়। সকালে পুণ্যস্নানের মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এরপর সারাদিন ধরে চলে লালকাছ ও নীলকাছের নৃত্য। রাতের হরগৌরী পূজার মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিক কার্যক্রম। পরদিন বিভিন্ন গ্রামে পালিত হয় চরক পূজা, যেখানে শিবরূপ ধারণ করে আরও এক দফা রঙিন নাচের আয়োজন করা হয়।

কাছ উৎসবে অংশগ্রহণকারী নারীরা জানান, শিবকে দুধ, ফল ও জল নিবেদন করে তাঁরা স্বামী ও সংসারের মঙ্গল কামনা করেন। উৎসবটি গ্রামীণ জনজীবনে এক প্রাণবন্ত, ঐতিহ্যবাহী মিলনমেলা হয়ে উঠেছে।

এই রঙিন উৎসবকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় ভাবগম্ভীরতা ও আনন্দঘন পরিবেশ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language