ঢাকা, ২৯ এপ্রিল:
পবিত্র হজের উদ্দেশ্যে মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ২টা ১৫ মিনিটে সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ঢাকা ছাড়বে। এর কিছুক্ষণ পর উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বিতীয় হজ ফ্লাইট।
হজযাত্রীদের পদচারণায় ইতোমধ্যে মুখর হয়ে উঠেছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন। এখন পর্যন্ত ৭৩ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে।
অন্যান্য বছরের মতো এবারও সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হবে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই।
হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১১৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৮০টি এবং ফ্লাইনাস পরিচালনা করবে ৩৪টি ফ্লাইট।
উল্লেখ্য, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন