হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস





ঢাকা, ২৮ এপ্রিল:

হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে ‘লাব্বাইক’ নামে নতুন একটি হজ অ্যাপ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানে সরকারি ব্যবস্থাপনায় নির্মিত এই অ্যাপের পাশাপাশি হজ প্রিপেইড কার্ড এবং হজ রোমিং প্যাকেজ সুবিধারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, "হজযাত্রীরা যাতে সহজে এবং নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে, এই অ্যাপ সেই লক্ষ্যেই কাজ করবে।" তিনি আরও জানান, এটি প্রথমবারের মতো নির্মিত একটি আধুনিক প্ল্যাটফর্ম, যা হজযাত্রীদের অভিজ্ঞতা আরও স্বস্তিদায়ক করে তুলবে। তিনি হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান।

এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বলেন, "লাব্বাইক অ্যাপের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে গিয়ে চলাফেরার ক্ষেত্রে দুশ্চিন্তামুক্ত থাকবেন।" তিনি জানান, দেশীয় মোবাইল অপারেটরদের সমন্বয়ে হজযাত্রীদের জন্য বিশেষ রোমিং প্যাকেজও চালু করা হয়েছে, যা তাদের যোগাযোগে বাড়তি সুবিধা দেবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language