তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির তিন অঙ্গসংগঠনের কর্মসূচি ঘোষণা



ঢাকা, ২৮ এপ্রিল:

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চারটি বৃহত্তর বিভাগে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আগামী মে মাস জুড়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি জানান, দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে ভাগ করে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও ঢাকায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ১০ মে চট্টগ্রামে, ১৭ মে খুলনায়, ২৪ মে বগুড়ায় এবং ২৮ মে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি সমাবেশের আগের দিন হবে সেমিনার।

মোনায়েম মুন্না বলেন, "এই কর্মসূচির মধ্য দিয়ে তরুণরা শুধু ভোটার হিসেবেই নয়, বরং আগামীর নীতিনির্ধারক হিসেবে নিজেদের ভাববে।" তিনি আরও জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো তরুণদের জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় করা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, চাঁদাবাজিসহ সংগঠনের ভেতর কোনো অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নেতারা আরও দাবি করেন, আওয়ামী লীগের সহযোগী কিছু ব্যক্তি বর্তমানে জামায়াত ও এনসিপিতে যোগ দিচ্ছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language