ব্রেকিং নিউজ

যশোরে ফুচকা খেয়ে অসুস্থ দুই শতাধিক, গ্রেফতার বিক্রেতা

 


যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হওয়ার ঘটনায় বিক্রেতা মনির হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা হয়েছে।


পুলিশ জানায়, ঈদের দিন (৩১ মার্চ) মনির হোসেন দেয়াপাড়া ভৈরব নদীর পূর্ব পাড়ে অস্থায়ী দোকান দিয়ে চটপটি ও ইন্ডিয়ান ভেলপুরি বিক্রি করেন। তার ফুচকা খাওয়ার পর অনেকেই পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক রোগী চিকিৎসা নেয়।


বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনায় এলে পুলিশ অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করে। ভুক্তভোগী তানজিম হোসাইন তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language