ব্রেকিং নিউজ

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারে দগ্ধ ৫


বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগরের আনসার ক্যাম্প এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), এবং তাদের তিন কন্যা তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিশা (৪)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত সাড়ে ১২টার দিকে বাড্ডা থেকে পাঁচজন দগ্ধ অবস্থায় আমাদের এখানে আসেন। তারা সবাই একই পরিবারের সদস্য। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। দগ্ধের পরিমাণ নির্ধারণে কাজ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

আহত তোফাজ্জল মিয়ার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামে। তিনি পরিবার নিয়ে বাড্ডার দক্ষিণ আনন্দনগরে একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন এবং একটি সিমেন্ট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কর্মরত।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ জানান, “রাতের খাবার রান্নার সময় চুলায় দেয়াশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং তোফাজ্জল ভাই, তার স্ত্রী ও তাদের তিন মেয়ে দগ্ধ হন। আমরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।”

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস লাইন লিক করে দীর্ঘ সময় জমে থাকায় এই বিস্ফোরণ ঘটে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language