আবুজা, ১২ এপ্রিল — নাইজেরিয়ার কুখ্যাত দস্যু গোয়াস্কা দাঙ্কারামি এবং তার শতাধিক সহযোগী যৌথবাহিনীর এক অভিযানে নিহত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী জানায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের এক দুর্গম জঙ্গলে লুকিয়ে ছিল দাঙ্কারামি এবং তার সহযোগীরা। দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা এই দস্যু সম্প্রতি ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে দায়িত্ব পালন করছিলো। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর গত শুক্রবার অভিযানে নামে দেশটির সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।
অভিযানে দাঙ্কারামি ও তার সশস্ত্র দলের একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়। অভিযানে ব্যবহৃত হয় ড্রোন, সশস্ত্র হেলিকপ্টার ও ভূমি অভিযানকারী ইউনিট।
নিরাপত্তা সূত্রে জানা যায়, এর আগে গত সপ্তাহেই দাঙ্কারামির নেতৃত্বাধীন দস্যুদল কাতসিনা প্রদেশের একটি গ্রামে হামলা চালিয়ে ৪৩ জনকে অপহরণ ও ৪ জনকে হত্যা করে। এই বর্বর ঘটনার পরই তাকে গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়।
এদিকে, দাঙ্কারামির মৃত্যুর খবরে এলাকাজুড়ে স্বস্তি বিরাজ করছে। দীর্ঘদিন ধরে তার বাহিনী উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল।
প্রসঙ্গত, দাঙ্কারামির নেতৃত্বাধীন চক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস-এর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগও রয়েছে। এর আগে তার মৃত্যুর গুজব একাধিকবার ছড়ালেও এবার সরকারি বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দাঙ্কারামির মৃত্যুর মাধ্যমে নাইজেরিয়ার সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল দেশটি, তবে এই চক্রের অবশিষ্ট সদস্যদের নিয়ন্ত্রণে আনতে আরও অভিযানের প্রয়োজন হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন